দুজনেরই নামই সোনু। তবে একজন অভিনেতা সোনু সুদ। অন্যজন গায়ক সোনু নিগম। দ্বিতীয় জনের কৃতকর্মের ফল ভুগছেন প্রথমজন। প্রতিদিন ভোরে মাইকে আজানের শব্দে নাকি ঘুম ভাঙে সোনু নিগমের। আর তা নিয়ে প্রকাশ্যে প্রবল আপত্তি জানিয়েছিলেন গায়ক। এ নিয়ে সোমবার সকালে ট্যুইটারে ক্ষোভ প্রকাশ করেন তিনি। সেখানে তিনি প্রশ্ন করেন, এ দেশে কবে জোর করে এভাবে ধর্মের সশব্দ ঘোষণা বন্ধ হবে? এর পরই পাল্টা ট্যুইট হতে থাকে। অনেকেই সোনুকে ব্যঙ্গ করেন। তার সমালোচনা শুরু হয়ে যায় সোশাল ওয়ার্ল্ডে।
গোটা ঘটনায় কোথাও ছিলেন না সোনু সুদ। কিন্তু ওয়েব দুনিয়ায় অনেকেই ভেবে নিয়েছেন এই বক্তব্য সোনু নিগমের নয়, সুদের। পদবির পার্থক্য চোখ এড়িয়ে গিয়েছে অনেকের। এরপর থেকেই ট্রোলড হচ্ছেন সোনু সুদ। বয়কট সোনু হ্যাশট্যাগ ব্যবহার করে অনেকেই লিখেছেন, আর সোনুর সিনেমা দেখবেন না। ফলে মিস্টার নিগমের বদলে ট্যুইটারে ট্রলড হচ্ছেন সোনু সুদ।
এ সব দেখে কেউ লিখেছেন, সোনু সুদ তার নামটা নিয়ে হয়তো এখন আফসোস করছেন। আবার কেউ লিখেছেন, সোনু সুদকে কি সবাই এখন আনফলো করে দিচ্ছেন? এ সব দেখে শুনে সোনু সুদ ট্যুইট করেছেন, আমি এখনও অবাক, কে কাকে কী বলেছে? এবং কারা আমাকে কোথায় কী হয়েছে সেটা খুঁজে দেখতে বলছে?
বিডি প্রতিদিন/১৮ এপ্রিল ২০১৭/হিমেল