ভারতীয় সিনেমায় এক নতুন ইতিহাস সৃষ্টি হোটে যাচ্ছে। জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের ভারতীয় ব্যবসায়ী বিআর শেট্টি ভারতে ‘মহাভারত’ তৈরির জন্য প্রায় হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছেন। এত বড় বাজেটের ছবি এর আগে দেখেনি বলিউড ইন্ডাস্ট্রি।
সূত্রের খবর, ছবির নাম হবে ‘দ্য মহাভারত’। পরিচালক ভিএ শ্রীকুমার মেননের নির্দেশনায় এই ছবি তৈরি হবে দুটি ভাগে। ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে এই ছবির শুটিং শুরু হবে। ছবির প্রথম পর্যায় ২০২০ সালে মুক্তির পরিকল্পনা রয়েছে।
প্রযোজক বি আর শেট্টি বলেছেন, ‘‘প্রাথমিক ভাবে ছবিটি ইংরেজি, হিন্দি, মালয়লাম, কানাড়া, তামিল, তেলুগু ভাষায় শুট করা হবে। এ ছাড়া অন্যান্য বিদেশি ভাষাতেও ছবিটি ডাব করাও হবে। এই ছবিতে বহু নামজাদা ভারতীয় এবং হলিউড-সহ বিদেশি অভিনেতা-অভিনেত্রীকে দেখা যাবে।’’
ছবির চিত্রনাট্য লিখছেন পদ্মভূষণজয়ী এমটি বাসুদেবেন নায়ার। তিনি জানালেন, ‘‘আমি নিশ্চিত এই ছবি একশোটিরও বেশি ভাষায় তৈরি করা হবে এবং তিরিশ কোটি জনতা দেখবে।’’
বিডি-প্রতিদিন/ ১৯ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৯