‘স্বপ্নময় জীবন’ ও ‘প্রিয়তমা’ নামে স্ম্যাক আজাদের দুটি অ্যালবাম সম্প্রতি বাজারে এসেছে। তরুণ এ কন্ঠশিল্পীর অ্যালবাম দুটি বাজারে এনেছে ঈগল মিউজিক এবং কলেরগান মাল্টিমিডিয়া। অ্যালবামের সুর করেছেন রাজেশ, মিউজিক করেছেন রাজেশ ও মুশফিক লিটু।
অ্যালবামের গানগুলোর শিরোনাম 'ভালবাসি', 'চিঠি', 'স্বপ্নময় জীবন', 'বন্ধু', 'গুরু' এবং 'ঝিলিক'। গুরু গানটি লিখেছেন রাজেশ এবং বাকী গানগুলো লিখেছেন স্ম্যাক আজাদ নিজেই। 'ভালবাসি' শিরোনামে গানটিতে দ্বৈত কন্ঠ দিয়েছেন ন্যান্সি এবং 'চিঠি' গানটিতে দ্বৈত কন্ঠ দিয়েছেন লেমিস। ঈগল মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে।
'প্রিয়তমা' অ্যালবামে মোট চারটি গান স্থান পেয়েছে। রাজেশের সুর ও সঙ্গীতে অ্যালবামের একটি গান লিখেছেন রাজেশ এবং বাকী তিনটি গান লিখেছেন শিল্পী নিজেই। রাজেশ বলেন, অনেক দিন থেকেই এ গানগুলো নিয়ে কাজ করছে স্ম্যাক আজাদ। গানগুলোতে একটু ভিন্নতা আছে। শ্রোতাদের ভালো লাগবে।
'চিঠি' গানটির মিউজিক ভিডিও:
বিডি প্রতিদিন/১৯ এপ্রিল, ২০১৭/ফারজানা/রণক