আজান নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনার শীর্ষে ভারতীয় সঙ্গীতশিল্পী সোনু নিগম। এবার তার মাথা ন্যাড়া করলে ১০ লাখ রুপি পুরস্কার দেবে বলে ঘোষণা দিয়েছে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ইউনাইটেড কাউন্সিল।
প্রতিষ্ঠানটির সহ-সভাপতি সৈয়দ শাহ আতেফ আলি আল কাদেরি বলেছেন, আজান নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন সোনু নিগম। মাথা মুড়িয়ে গলায় জুতোর মালা পরিয়ে রাস্তায় সোনু নিগমকে ঘোরাতে পারলে ১০ লাখ রুপি নগদ পুরস্কার দেয়া হবে। কোনও ধর্মকে আঘাত করার অধিকার সোনু নিগমের নেই। মন্দির বা গির্জা নিয়েও এই ধরনের মন্তব্য করলেও সেক্ষেত্রে একই কথা বলতাম।
সম্প্রতি সোনু নিগম টুইটারে লিখেন, আমি মুসলিম নই, তবু রোজ আজানের কর্কশ শব্দে প্রতিদিন আমার ঘুম ভেঙে যায়। ধমের্র নামে ভারতে এই জুলুম কবে বন্ধ হবে?
সৈয়দ শাহ আতেফ আলি আল কাদেরির মন্তব্যের জবাব দিয়েছেন সোনু নিগম। তাকে উদ্দেশ্য করে তিনি টুইট করেছেন, আমার বাসায় এসে ন্যাড়া করে দিয়ে যান। পুরস্কারস্বরূপ ১০ লাখ রুপিও নিয়ে যান।
বিতর্ক নিয়ে কথা বলতে বুধবার দুপুরে বাসায় সংবাদ সম্মেলন ডেকেছেন সোনু নিগম। তার নিরাপত্তার খাতিরে মুম্বাইয়ের ভার্সোভায় তার বাসার সামনে নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়েছে।
সূত্র : কলকাতা টুয়েন্টিফোর
বিডি প্রতিদিন/১৯ এপ্রিল, ২০১৭/ফারজানা