ভারতীয় মডেল ও অভিনেত্রী পুনম পাণ্ডে সম্প্রতি একটি নিজস্ব অ্যাপ চালু করেন। কিন্তু পুনমের অ্যাপটিকে ‘ব্যান’ নিষিদ্ধ করে দিলো সার্চ ইঞ্জিন গুগল! তবে এতে অবশ্য দমানো যায়নি পুনমকে! কেননা, গুগলে না হলেও অভিনেত্রীর ওয়েবসাইটে পাওয়া যাবে অ্যাপটি।
টুইট করে পুনম পাণ্ডে বলেছেন, ‘সব বয়সের অ্যানড্রয়েড ব্যবহারকারীরা আমার ওয়েবসাইট থেকে এই অ্যাপ ডাউনলোড করতে পারবেন।’ তার যুক্তি, লোকের যদি প্লেবয় অ্যাপ নিয়ে আপত্তি না থাকে, তাহলে পুনম পাণ্ডে অ্যাপ কী দোষ করল?
সোশ্যাল মিডিয়ায় পুনমের ফলোয়াররা তাকে অ্যাপ নিষিদ্ধ হওয়ার কারণ জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। শুধু বলেছেন, ‘আমি যেমন সাহসী, আমার অ্যাপও ততটাই বোল্ড! সেখানে যা খুশি পোস্ট করার স্বাধীনতা আমার আছে!’
সূত্র: বলিউড হাঙ্গামা