আসছে ঈদে দুই বাংলার জনপ্রিয় নায়ক শাকিব খানের ‘রংবাজ’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। আর রংবাজ সিনেমাটিতে একেবারেই নতুন লুকে হাজির হচ্ছেন শাকিব খান।
বুধবার দুপুরে আসন্ন রংবাজ ছবির প্রথম লুক শেয়ার করেছেন এই অভিনেতা। আগামী ঈদে সারাদেশে এই ছবিটি মুক্তি পাবে। আর এই ছবির মধ্য দিয়ে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ দর্শনীয় জায়গুলো রুপালি পর্দায় উঠে আসবে। শাকিব এখন ছবির শুটিং-এ নাটোর ও পাবনা চষে বেড়াচ্ছেন।
এর আগে নায়ক শাকিব খান যৌথ প্রযোজনার ছবি 'শিকারি'র মাধ্যমে নিজেকে খোলস পালটে হাজির হয়েছিলেন। আর গত ঈদে তার বগুলো সিনেমাই ব্যবসা সফল হয়েছে। বলা যায় ব্লক বাস্টার হিট ছিল ছবিগুলো। এবারও ঈদেই ফিরছেন শাকিব খান। তবে একেবারে নতুন চেহারাই তারই আভাস দিলেন।
উল্লেখ্য, চলতি এপ্রিলেই শাকিব খান-অপু বিশ্বাসের বিয়ের বিষয়টি মিডিয়ায় উঠে আসে। একই সাথে প্রথমবারের মতো শাকিব খানের সন্তানের খবর জানতে পারে গোটা দেশ। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্রই এ নিয়ে নান আলোচনা সমালোচনা সৃষ্টি হয়। পরে অবশ্য পয়লা বৈশাখে শাকিব-অপুর মধ্যে আবারও মিল হয়।