তারকাদের ব্যক্তি জীবনের সম্পর্কগুলোকে নতুন আঙ্গিকে রাঙ্গিয়ে দিতে প্রতি বৃহস্পতিবার রাত ১০টায় বেসরকারি টিভি চ্যানেল একুশে টিভিতে প্রচারিত হচ্ছে “এক ডিশ দ্ইু কুক”। অনুষ্ঠানটির প্রতি পর্বেই উঠে আসে মিডিয়া জগতের কোন একজন তারকার কাছের মানুষের জন্য ভালোবাসা; যার বহিঃপ্রকাশ ঘটে সেই মানুষটির পছন্দের খাবার রান্নার মাধ্যমে। ধারাবাহিক ১৩ পর্বের ব্যাতিক্রমধর্মী এই অনুষ্ঠানটি এরই মধ্যে দর্শকদের মাঝে বিপুল সাড়া ফেলেছে।
গত ১৩ এপ্রিল প্রচারিত হয় অনুষ্ঠানটির নবম এপিসোড; যেখানে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা তাঁর স্বামী স্বনামধন্য পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকীর পছন্দের খাবার রান্না করে তাকে চমকে দেন। ভালোবাসার খুনসুটিতে পরিপূর্ণ তারকা জুটির এই এপিসোডটি প্রচারের পর পরই দর্শকদের কাছ খেকে বিপুল সাড়া পাওয়া যায়। দর্শক আগ্রহ ও তাদের অনুরোধের প্রেক্ষিতে এক ডিশ দুই কুক এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তিশা-ফারুকীর এপিসোডটি পুনঃপ্রচার করার সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল ২০ এপ্রিল পূর্ব নির্ধারিত সময় রাত ১০টায় পুনঃপ্রচারিত হতে যাচ্ছে মাসুমা রহমান নাবিলার উপস্থাপনায় 'এক ডিশ দুই কুক' এর নবম এপিসোডটি।
বিডি-প্রতিদিন/১৯ এপ্রিল, ২০১৭/মাহবুব