৯০ দশকের বলিউডের অন্যতম সফল ছবি 'মোহরা'। একটু ফ্ল্যাশ ব্যাক ঘাঁটলে ছবির থেকেও জনপ্রিয়তা পেয়েছিল ছবিটির ‘টিপ টিপ বর্ষা পানি’ গানটি। ১৯৯৪ সালে এই ছবির মাধ্যমে অক্ষয় কুমার ও রাভিনা ট্যান্ডন জুটি সাড়া ফেলে দিয়েছিল ছবির জগতে।
এমন জুটির জন্য হয়তো প্রায় সকলেই অপেক্ষায় রয়েছেন। যারা অপেক্ষায় রয়েছেন তাদের জন্য সুখবর। খুব শীঘ্রই আবারও সেই জুটি ফিরছে। তবে ছোট পর্দায়। জানা গেছে, স্টার প্লাস এর একটি কমেডি শো এর জাজ হয়ে আসছেন অক্ষয় কুমার ও রাভিনা ট্যান্ডন।
বহুদিন ধরেই শোনা যাচ্ছিল এই গুঞ্জন। আর সেই গুঞ্জনই সত্যি হয়ে গেল। এক সময়ের অন স্ক্রিন এবং অফ স্ক্রিন জুটির কদর কিন্তু অ্যাজও রয়েছে তার ভক্তদের মধ্যে। সাবেককে সাথে নিয়ে বাস্তবের রিয়্যালিটি শো যে জমজমাট হবে তার অল্প অল্প আঁচ পাওয়াই যাছে এখন থেকেই।
বিডি-প্রতিদিন/ ৩১ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৪