‘তু চিজ বাড়ি হে মাস্ত মাস্ত’ খ্যাত বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন দীর্ঘদিনের বিরতি শেষে ফের চলচ্চিত্রে ফিরছেন। বলিউড এই অভিনেত্রী এখন নিজের পরবর্তী সিনেমা ‘শব’-এর প্রস্তুতিতে ব্যস্ত। সম্প্রতি তার পছন্দের তারকাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হলে রাভিনা জানান, শৈশবে ঋষি কাপুরের অনুরাগী ছিলেন তিনি। একটু বড় হতেই সঞ্জয় দত্তর প্রতি আকৃষ্ট হন তিনি।
রাভিনা জানান, নতুন ধরনের চরিত্রে কাজ করার সুযোগ পেতে তিনি বেশি পছন্দ করেন। বেশিরভাগ ক্ষেত্রে তিনি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয়ের চেষ্টা করেন। জানা যায়, ওনির পরিচালিত ‘শব’-সিনেমা অর্পিতা চট্টোপাধ্যায়, আশিষ বিস্ত ও সিমোনের মতো শিল্পীদের দেখা যাবে।‘শব’ সিনেমাটি মুক্তি পাবে আগামী ৩০ জুন।
বিডি প্রতিদিন/এ মজুমদার