ডেভিড ধাওয়ান পরিচালিত ‘জড়ুয়া’ মুক্তি পেয়েছিল ১৯৯৭ সালে। সেখানে ‘প্রেম’ ও ‘রাজা’ দুই চরিত্রেই সমানভাবে অনবদ্য অভিনয়ে মাতিয়ে রেখেছিলেন সালমান খান। আর তারই ধারাবাহিকতায় এবার ছবিটির পরের পর্ব ‘জড়ুয়া ২’ তে অভিনয় করতে চলেছেন বরুণ ধাওয়ানা। নিজের বাবার পরিচালনায় ছবিতে এই প্রথমবার অভিনয় করতে চলেছেন বরুণ। তা নিয়ে উন্মাদনারও শেষ নেই।
আর এরই মধ্যে ছবিটির একটি ভিডিও ভাইরাল হলো যেখানে একটি কাঁচের বোতল ভেঙ্গে ফেললেন ডেভিড তাঁর ছেলেরই মাথায়। কিন্তু এমন এক চর্চিত ছবিতে ভাইজান নেই? এই নিয়েই উঠছিল প্রশ্ন। সে উত্তরও মিলল।
এক সূত্রের খবর, সালমানকে দেখা যাবে ‘প্রেম’ ও ‘রাজা’ দুই চরিত্রেই ছবির ক্লাইম্যাক্সে। আর এই খবরেই স্বস্তি পেলেন সালমান অনুরাগীরা।
চলতি বছরের ২৯ সেপ্টেম্বর ছবিটি মুক্তির কথা আছে।
বিডি-প্রতিদিন/১ জুন, ২০১৭/ওয়াসিফ