রক্তচাপজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন ভারতের জনপ্রিয় কৌতূক অভিনেতা ও টেলিভিশন উপস্থাপক কপিল শর্মা। বুধবার মুম্বাইতে পরেশ রাওয়ালের সঙ্গে ‘দ্য কপিল শর্মা শো’-এর শুটিং চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। খবর আনন্দবাজার পত্রিকার।
খবরে বলা হয়, অসুস্থতার পরপরই তাঁকে আন্ধেরির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বন্ধ হয়ে যায় শুটিংও। রক্তচাপ স্বাভাবিক না থাকায় চিকিৎসকরা তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।
ঘটনার কিছুক্ষণ পর কপিলের সহকর্মী কিকু সারদা জানান, হঠাৎই শরীর খারাপ হওয়ায় কপিলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর রক্তচাপ স্বাভাবিকের থেকে বেশ খানিকটা কম। তবে চিন্তার কোনো কারণ নেই। কপিলের অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল।
চিকিৎসকরা জানিয়েছেন, শুটিংয়ের চাপ এবং অত্যাধিক পরিশ্রমের ফলেই এমনটা হয়েছে। তবে দ্রুত চিকিৎসা শুরু হওয়ায় আগের চেয়ে অনেকটাই ভাল আছেন কপিল।
বিডি-প্রতিদিন/০১ জুন, ২০১৭/মাহবুব