দীর্ঘদিন ধরেই কানাঘুষা শোনা গেলেও এবার আমির খানের নাম সুনিশ্চিত করেছেন ছবির দুই প্রযোজক। ছবির নাম রাখা হয়েছে ‘স্যালুট’। ছবির পরিচালক হলেন মহেশ মাথাই। আজকাল'র সংবাদ সূত্রে জানা যায়, এই ছবিতে মহাকাশচারী রাকেশ শর্মার বায়োপিকে নাম ভূমিকায় অভিনয় করবেন আমির খান। ছবিটির প্রযোজনাতেও অংশীদার আমির। ছবির অন্য দুই প্রযোজক রনি স্ক্রুওয়ালা এবং সিদ্ধার্থ রায় কাপুর।
দঙ্গলের সাফল্যের পর এটি আমিরের দ্বিতীয় বায়োপিকে অভিনয় করা হবে। দঙ্গলে কুস্তিগীর মহাবীর ফোগতের ভূমিকায় অভিনয় করেছেন আমির। শুধু ভারতে নয় চীনের সিনেমা হলেও বিপুল সাফল্য পেয়েছে। আমির খান এখন ‘থ্যাঙ্গস অব হিন্দুস্তান ইন মালতা’–র শ্যুটিংয়ে ব্যস্ত। এই ছবিতে আমিরের সঙ্গে রয়েছেন অমিতাভ বচ্চন এবং দঙ্গল খ্যাত ফাতিমা সানা শেখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার