এক বছর আগে জব্দ করা মডেল জাকিয়া মুনের ব্যবহৃত পোরশে ব্র্যান্ডের বিলাসবহুল গাড়িটি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করেছে কাস্টমস হাউস। একইসাথে তাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, কার্নেট সুবিধায় ব্রিটেন থেকে এনে অবৈধভাবে ব্যবহারের দায়ে ২০১৬ সালের ৬ জুন গুলশান-১ এর ৩৩ নম্বর রোডের পার্কিং থেকে গাড়িটি জব্দ করা হয়।
ড. মইনুল খান জানান, ‘৩ কোটি টাকার গাড়িটির ব্যবহারকারী মডেল জাকিয়া মুন সরকারের প্রায় ২ কোটি ২৭ লাখ টাকার শুল্ক ফাঁকি দেন। খবর পেয়ে শুল্ক গোয়েন্দা গাড়িটি জব্দ করে তাদের বিরুদ্ধে শুল্ক ফাঁকির অভিযোগ তৈরি করে বিচারের জন্য কাস্টমস হাউসের কমিশনারের নিকট প্রেরণ করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে কমিশনার আজ রায় প্রকাশ করেন।’
তিনি আরও এই অপরাধে আরও দু'জন অভিযুক্ত করা হয়েছে। তারা হলেন মডেল মুনের স্বামী গার্মেন্টস ব্যবসায়ী শফিউল আলম মহসিন ও গাড়ির আমদানিকারক ব্রিটিশ নাগরিক আফজাল আলী।
বিডি-প্রতিদিন/১২ জুন, ২০১৭/মাহবুব