সালমান খানের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানের কথা সবারই কম-বেশি জানা। এরই ধারাবাহিকতায় এবার মুম্বাইয়ের এক বস্তিতে ৩ হাজার টয়লেট পুনর্নির্মাণের জন্য অর্থ দান করছেন বলিউড সুপারস্টার।
আগামী ২৫ জুন মুক্তি পাবে সালমান খানের নতুন ছবি টিউবলাইট। এখন দম ফেলার সময় নেই। অথচ তার মধ্যেই বৃহন্মুম্বই পুরনিগমের সঙ্গে হাত মিলিয়ে খোলা জায়গায় শৌচাগারের বিরুদ্ধে প্রচার করছেন সালমান। তাঁর এই টয়লেট পুনর্নির্মাণ সেই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ারই একটি অংশ বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম।
বিডি-প্রতিদিন/১৩ জুন, ২০১৭/মাহবুব