ক্যারিয়ারের এখনও দশ বছর পূর্ণ হয়নি। এর মধ্যেই প্রযোজকের ভূমিকায় নাম লিখিয়েছেন বলিউড অভিনেত্রী অানুশকা শর্মা। শুধু দর্শকই নয় সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে তাঁর ‘এনএইচ টেন’। বছর দু’য়েক পরে মুক্তি পাওয়া ‘ফিল্লৌরি’ অবশ্য বক্স অফিসে সে সফলতা দেখাতে পারেনি। কিন্তু তাতে দমে যাওয়ার পাত্রী নন আনুশকা শর্মা। তাই ফের প্রযোজকের ভূমিকায় তিনি।
খবরটা আগে থেকেই থেকেই ছিল। নতুন ছবির নামও প্রকাশ্যে চলে এসেছিল। জানা গেছে, এবার ‘পরী’ রূপে সেভেন্টি এমএম স্ক্রিনে দেখা যাবে বিরাট-বান্ধবীকে। প্রকাশ্যে এল তারই ফার্স্টলুক।
‘ফিল্লৌরি’তে অন্যরকম প্রেমের কাহিনী তুলে ধরেছিলেন। কিন্তু দর্শকদের মনে ধরেনি সে ছবি। দিলজিৎ দোসাঞ্ঝ ও সুরুজ শর্মার অভিনয়ও তেমনভাবে নজর কাড়েনি। তাই নিজের নতুন ছবির দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছেন অানুশকা। ফার্স্টলুকেই মিলল তার প্রমাণ।
পোস্টারে রয়েছে শুধু নায়িকারই ছবি। তবে একটু অন্য মেজাজে। নতুন ছবির জন্য নতুন লুক আপন করে নিয়েছেন অানুশকা। চোখে পড়েছেন লেন্স। ব্যাকগ্রাউন্ডে ব্যবহৃত নীলের আমেজে তৈরি হয়েছে এক রহস্যময় পরিবেশ। গ্ল্যামারহীন অানুশকার চাহনিতেও যেন দানা বাঁধছে রহস্য।
অানুশকার নতুন এই ছবি নিয়ে বাঙালি দর্শকদের উৎসাহ একটু বেশিই রয়েছে। কারণ দুই বাঙালি, পরমব্রত চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তী। স্টুডিও পাড়ার এই দুই তারকাকেই দেখা যাবে বলিউডের এই ফিচার ফিল্মে। শোনা গেছে এরইমধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। সব ঠিক থাকলে খুব শিগগিরিই শুরু হয়ে যাবে শুটিংয়ের কাজ। তবে তার আগে অবশ্যই কিছু ওয়ার্কশপ করা হবে।
সূত্র: সংবাদ প্রতিদিন
বিডি প্রতিদিন/ ১৩ জুন, ২০১৭/ ই জাহান