‘ট্রিপল এক্স: রিটার্ন অব জান্ডার কেজ’ ছবির মাধ্যমে হলিউডের পর্দায় পা রাখেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সিনেমাটিতে হলিউডের জনপ্রিয় অ্যাকশন তারকা ভিন ডিজেলের বিপরীতে অভিনয় করেন দীপু। বক্স অফিসেও ব্যবসা সফল হয় সিনেমাটি।
এবার 'ট্রিপল এক্স' সিরিজের পরবর্তী সিক্যুয়েলে অভিনয় করতে যাচ্ছেন দীপিকা। তার অভিনয়ের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিশ্চিত করেছেন ছবির পরিচালক ডি. জে. ক্যারাসো।
ক্যারাসো বলেন, 'ট্রিপল এক্স ফোর-এ দেখা যাবে দীপিকাকে। আগামী সপ্তাহে আমাদের আলোচনা হবে ছবির গল্প ও দৃশ্যধারণ শুরুর তারিখ নিয়ে।'
সূত্র: নিউজ এইটটিন
বিডি প্রতিদিন/ ১৩ জুন, ২০১৭/ ই জাহান