দ্বিতীয়বারের মতো বিটিভির 'ঈদ আনন্দমেলার' থিম সং নির্মান করলেন তানভীর তারেক। ঈদ অনুষ্ঠানমালার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী অনুষ্ঠান ‘ঈদ আনন্দমেলার’ থিম সঙ্গীত পরিচালনা করলেন তিনি। তানভীর তারেকের কথা-সুর ও সঙ্গীতে এবারের ঈদ আনন্দমেলার থিম সংটি গেয়েছেন আঁখি আলমগীর, মেহরীন, তানভীর তারেক ও শাহরিয়ার রাফাত।
সম্প্রতি বিটিভির আনন্দমেলার জমকালো সেট-এ এই থিম সং এর শুটিং সম্পন্ন হয়। থিম সং প্রসঙ্গে সঙ্গীত পরিচালক তানভীর তারেক বলেন, ‘এটা যে কোনো সঙ্গীত পরিচালকরে জন্যই অনেক সম্মানের বিষয়। কারণ শৈশব - কৈশরের দিনগুলিতে ঈদ আনন্দমেলা মানেই ঈদের সবচেয়ে বড় আয়োজন। সেই অনুষ্ঠানে দ্বিতীয়বারের মতো থিম সং করলাম- এটা সত্যিই বড় আনন্দের ঘটনা। তাই বিটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমার কাজের প্রতি আস্থা রাখার জন্য।
তিনি আরো বলেন, এবারের থিম সংটি একটি নতুন আঙ্গিকে তৈরি করার চেষ্টা করেছি। প্রথমবারের মতো গানে আমি ঈদ শুভেচ্ছা মেসেজের পাশাপাশি শিল্পীর নাম ব্যবহার করেছি লিরিকের ভেতরে। আশা করছি গানটির এই বৈচিত্র উপভোগ করতে পারবেন।
কন্ঠশিল্পী আঁখি আলমগীর বলেন, ‘তানভীর ভাইয়ের সুরে এর আগে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের থিম সং এ কন্ঠ দিয়েছি। এবারে বিটিভির ঈদ আনন্দমেলায় কন্ঠ দিয়ে সত্যিই ভালো লাগছে। কারণ গানটি দারুন রিদমিক ও ফেস্টিভ সং হয়েছে। আমরা বিটিভির সেট এ শুটিং করতে গিয়েও দারুনভাবে উপভোগ করেছি।’
মেহরীন বলেন, ‘দীর্ঘদিন পর বিটিভিতে এমন একটি উৎসব মুখর গানের শুটিং করলাম। তানভীর তারেককে অসংখ্য ধন্যবাদ শিল্পী হিসেবে আমাকে নির্বাচন করার জন্য। আর একটি ভালো গান করলে নিজের ভেতরেও সেটা বোঝা যায়। বিটিভির ঈদ আনন্দমেলার পরিপূর্ণ একটি থিম সং হয়েছে বলে আমি মনে করি।’
শাহরিয়ার রাফাত বলেন, ‘প্রথমে তানভীর ভাইকে ধন্যবাদ আমাকে নির্বাচন করার জন্য। এত বড় মাপের অনুষ্ঠানে সুযোগ ও গাইতে পেরে আমি আনন্দিত। অসম্ভব সুন্দর একটি গান হয়েছে এবং আমি বলবো আনন্দমেলার জন্য একদম পারফেক্ট একটি গান।’
বিটিভির ঐতিহ্যবাহী ঈদ আনন্দমেলা ঈদের দিন রাত ১০ টার ইংরেজী সংবাদের পর প্রচার হবে। এবারের ঈদ আনন্দমেলা উপস্থাপনা করেছেন সজল ও নাবিলা। প্রযোজনা করেছেন আনোয়ার রঞ্জু ও মাহফুজার রহমান।
বিডি প্রতিদিন/১৪ জুন ২০১৭/হিমেল