প্রাচ্যনাট মঞ্চস্থ করতে যাচ্ছে তাদের ২৭তম প্রযোজনা ইউজিন ও নীলের নাটক ‘বন মানুষ-দ্যা হেয়ারি এপ'। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আগামী শনিবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে প্রদশিত হবে এই নাটক। নির্দেশনায় রয়েছেন বাকার বকুল।
জাহাজের খোলের ভেতর দাঁড়িয়ে ইঞ্জিনের চুলিতে কয়লা ভরে কয়েক জন শ্রমিক। তাদেরই অন্যতম হচ্ছে ইয়াংক। দেখতে প্রায় বনমানুষের মতো কালিকুলি মাখা অবস্থায় তাকে আরও বন্য মনে হয়। মিলড্রেড ডগলাস, পুঁজিপতির আদুরে কন্যা জাহাজের পরিচালকমণ্ডলীর অন্যতম। ডগলাস এ জাহাজের যাত্রী। সে একবার জাহাজের খোলো নেমে ইয়াংককে দেখে ভয়ে চিৎকার দেয়। ইয়াংক যখন বুঝতে পারে যে তাকে উপলক্ষ করেই এই চিৎকার, তখন তীব্র একটা ঘৃণাবোধ জন্ম নেয় তার মধ্যে। ডগলাসকে কেন্দ্র করেই সারা দুনিয়ায় পুঁজিপতিদের ঘৃণা করতে থাকে সে। ভাঙতে চায় পুঁজিপতিদের স্বর্গতুল্য প্রাসাদ।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শশাঙ্ক সাহা, তৌফিকুল ইসলাম ইমন, নায়মী নাফসীন সোহেল মণ্ডল, এবিএস জেম, শাহরিয়ার রানা জুয়েল, চেতনা রহমান ভাষা সোহেল রানা, ফুয়াদ প্রমুখ। মঞ্চ ও আলো পরিকল্পনায়-এবিএস জেম, ধ্বনি-রিফাত আহমেদ নোবেল এবং কোরিওগ্রাফি-পারভিন সুলতানা কলি।
বিডি প্রতিদিন/১৫ জুন, ২০১৭/ফারজানা