ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার পেটে অসহ্য যন্ত্রণা নিয়ে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।
পরীক্ষায় দেখা যায় তাঁর কিডনিতে স্টোন রয়েছে। শনিবার তার অস্ত্রোপচার হবে। ওই দিনই ভারতীকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। নিজের অসুস্থতার খবর জানিয়ে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন ভারতী। সেখানে তার অনুরাগীদের তাঁর স্বাস্থ্য নিয়ে চিন্তিত হওয়ার জন্য ধন্যবাদও জানিয়েছেন আবেগাপ্লুত ভারতী।
জানা গেছে, কিডনির স্টোন অস্ত্রোপচারের জন্য একটি টিভি চ্যানেলের জনপ্রিয় নাচের অনুষ্ঠানের ফাইনালে যোগ দেবেন না ভারতী। ফাইনালের এক প্রতিযোগী ছিলেন তিনি এবং তার ভাবী স্বামী হর্ষ লিম্বাচিয়া। এ জন্য তাঁরা দীর্ঘদিন প্রশিক্ষণ নিয়েছিলেন, বহু প্রতিদ্বন্দ্বীকে টপকে ফাইনালে পৌঁচালেও অসুস্থতার জন্য শেষে লড়াই ছেড়ে দিতে হল বলে ভারতী কিছুটা আক্ষেপ করলেও প্রেমিকার পাশে থেকে তাকে আশ্বস্ত করেন হর্ষ। আগামী রবিবার সম্প্রচারিত হবে ওই নাচের অনুষ্ঠানের ফাইনাল।
বিডি-প্রতিদিন/ ২৩ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২১