গানে, কথায় ও ভালোবাসায় লাকী আখন্দকে স্মরণ করলেন তার প্রিয়জনেরা। এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে লাকী আখন্দের জীবনভিত্তিক একটি ভিডিওচিত্র প্রদর্শিত হয়।
শনিবার লাকী আখন্দের প্রতি শ্রদ্ধা জানাতে নাগরিক শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন করে শিল্পকলা একাডেমি। সহযোগিতায় ছিলো বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা) এবং শিল্পীর পাশে ফাউন্ডেশন।
একাডেমির জাতীয় সঙ্গীত, নৃত্য ও আবৃত্তিকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিল্পীকে নিয়ে স্মৃতিচারণ করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। আরো বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
অনুষ্ঠানে লাকী আখন্দের বাল্যবন্ধু ফেরদৌস ওয়াহিদ গেয়ে শোনান লাকী আখন্দের ‘আগে যদি যানতাম’ ও ‘আবার এলো যে সন্ধ্যা’ গান দুটি।
হাসানুল হক ইনু বলেন, ‘আমাদের সবাইকে চলে যেতে হবে, কিন্তু সময়ের আগে চলে গেলে তা মানুষকে কাঁদায়। লাকী আখন্দের মতো শিল্পী কালোত্তীর্ণ। একশ বছর পরেও মানুষ তাকে মনে রাখবে।’
আসাদুজ্জামান নূর বলেন, ‘আমাদের দেশের সঙ্গীতাঙ্গনে যখন ভাটা ছিলো, কথা ও সুরে শক্তি ছিলো না। ঠিক সে সময়ই লাকী আখন্দ নতুন কথা ও সুর নিয়ে আভির্ভূত হয়েছিলেন। তিনি আধুনিক গানে আধুনিকতা ফিরিয়ে এনেছিলেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন