হলিউড অভিনেতা জনি ডেপ। পাইরেটস অব ক্যারিবিয়ান অভিনেতার ১৮ বছর বয়সী কন্যা লিলি রোজ। তবে তারকার কন্যা হওয়া স্বত্ত্বেও সব ঝক্কি-ঝামেলা বেশ ভালো ভাবেই সামলিয়ে এগিয়ে চলেছেন তরুণী লিলি। ফ্যাশন জগতে ইতিমধ্যে নিজের উপস্থিতি জানান দিয়েছেন লিলি। পাশাপাশি ঝড় তুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ছবি পোস্ট করে।
সম্প্রতি ১৮ বছরের এই মার্কিন-ফরাসী মডেল সোশাল মিডিয়া ইন্সটাগ্রামে মেকাপ বিহিন একটি ছবি পোস্ট করেছেন। এতে তাকে দেখা গেছে গোলাপি রংয়ের স্বচ্ছ এক টপ পরিহিত অবস্থায়। আর মাথায় একই রংয়ের হ্যাট।
এ ছবি দিয়ে ইন্সটাগ্রামে নিজের ৩০ লক্ষাধিক ফলোয়ারদের মনে ঝড় তুলেছেন অষ্টাদশী এ সুন্দরী। ছবিতে একের পর এক কমেন্ট করে চলেছেন ভক্তরা।
একজন লিখেছেন, ‘মেকাপ ছাড়া দারুণ দেখাচ্ছে আপনাকে। আরেক ভক্ত লিখেছেন ‘সেক্সি কাওগার্ল!!’ এক ভক্ত এক শব্দে লিখেছেন, ‘আগুন’।
বিডিপ্রতিদিন/ ৯ আগস্ট, ২০১৭/ ই জাহান