বর্তমানে বলিউড জগতে টপলেস ফটোশুট আর নতুন কিছু নয়। প্রযুক্তি নির্ভর এই বিশ্বে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রায়ই প্রকাশ পায় বলিউড অভিনেত্রীদের টপলেস ছবি। আর তারই ধারাবাহিকতায় এবার টপলেস ছবি শেয়ার করলেন ইস পেয়ার কো কেয়া নাম দুঁ থ্রি-এর মম রীতু শিবপুরি।
তবে সেই সাহসী ছবি এখনকার নয়। জানা গেছে, বহুদিন আগে অক্ষয় কুমারের সঙ্গে টপলেস অবস্থায় ফটোশুট করেছিলেন রীতা। আর তা প্রকাশিত হয়েছিল একটি পত্রিকার প্রচ্ছদে। এবার সেই ছবিটিই নিজের ইন্সটাগ্রামে শেয়ার করলেন এই অভিনেত্রী।
প্রসঙ্গত, রীতা শিবপুরি অভিনীত আঁখে ছবিটি মুক্তি পেয়েছিল নব্বইয়ের দশকে। ওই ছবির লাল দোপাট্টে ওয়ালি... গানটি বেশ জনপ্রিয় হয়েছিল। এরপর বহুদিন পরে ছোটোপর্দার হাত ধরে তাঁর ফিরে আসা। ইস পেয়ার কো কেয়া নাম দুঁ থ্রি’তে হট মমের ভূমিকায় রয়েছেন একসময়ের লাস্যময়ী এই বলিউড অভিনেত্রী।
বিডি-প্রতিদিন/১০ আগস্ট, ২০১৭/ওয়াসিফ