মধুর ব্রিজ চাইছেন, কারিনা কাপুরই তার দিদির চরিত্রে অভিনয় করুন। পতৌদির বেগম সাহেবার মধ্যে অভিনেত্রীর পাশাপাশি যে 'দুষ্টু মিষ্টি' বিষয়টি রয়েছে, তা নাকি মধুবালার মধ্যেও ছিল। আর সেই কারণেই মধুবালার চরিত্রে কারিনা কাপুরই বর্তমানে পছন্দ মধুর ব্রিজের।
ভাবছেন তো, মধুর ব্রিজ কে? মধুর ব্রিজ হলেন মধুবালার ছোট বোন। দিল্লিতে মাদাম তুসোর মিউজিয়ামে যে মধুবালার মোমের মূর্তি রয়েছে, তার উদ্বোধন করেন মধুর। আর সেখানে গিয়েই দিদির চরিত্রে অভিনয়ের জন্য বেবো বেগমের নাম করেন মধুর ব্রিজ।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মধুর বলেন, মধুবালার চরিত্রে অভিনয়ের জন্য এক সময় মাধুরী দিক্ষীতকেই তার পছন্দ ছিল। কিন্তু এখন সময় বদলেছে। তাই মাধুরী দীক্ষিত নয়, মধুবালার চরিত্রের জন্য তার পছন্দ কারিনা কাপুরকেই। যদিও মধুবালার চরিত্রে পছন্দের বিষয়ে কারিনা কাপুর কোনও মন্তব্য করেননি।
বিডি প্রতিদিন/১১ আগস্ট ২০১৭/আরাফাত