নাটকের নাম 'লাইক অ্যা সিনেমা' (সিনেমার মতোই)। নাটক যেহেতু সিনেমার মতোই তাই তাতে সিনেমাটিক ব্যাপার থাকবে এটাই স্বাভাবিক। মর রুবেলের রচনায় ছয় পর্বের এ ধারাবাহিক নাটকটি নির্মাণ করেছেন মোহাম্মদ মেহেদী হাসান টিংকু।
নাটকের কাহিনী নিয়ে নির্মাতা বলেন, ঢাকা শহরে নতুন একটি সন্ত্রাসী চক্রের আবির্ভাব ঘটে। নাম থ্রি মনস্টার। তারা শহরের বিভিন্ন ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা করে চাঁদা দাবি করে। যারা দাবি পূরণ করে না তাদেরকে আহত করে হাসপাতালে পাঠায়। আর ঘটনাস্থলে রেখে যায় থ্রি মনস্টার নাম সম্বলিত প্লেকার্ড। থ্রি মনস্টারের আবির্ভাব ভাবিয়ে তোলে প্রশাসনকে।
'লাইক অ্যা সিনেমা' নাটকে অভিনয় করেছেন বড়দা মিঠু, মনোজ কুমার, কেয়া, খায়রুল আলম টিপু, হাসনাত রিপন, প্রিয়ন্তী শ্রাবণ, শিমা, বাপ্পি সরদার প্রমুখ। আলফা আইয়ের ব্যানারে নাটকটি প্রযোজনা করেছেন শাহরিয়ার শাকিল।
বিডি প্রতিদিন/১২ আগস্ট, ২০১৭/ফারজানা