আমির খান-এর পরবর্তী ছবির ট্রেলার মুক্তি পেয়েছে ইতিমধ্যেই। তবে এখনও ‘দঙ্গল’-এর রেশ কাটিয়ে উঠতে পারেননি অনেকেই। ভারতের বাইরেও এই ছবি নিয়ে যথেষ্ট চর্চা হয়েছে এ পর্যন্ত। বিশেষত দুবাইয়ে ‘দঙ্গল’ কীভাবে ছাপ ফেলেছে, তার প্রমাণ মিলল সম্প্রতি।
ভারতের ৭১তম স্বাধীনতা দিবস উপলক্ষে একটি বিশালাকার কেক তৈরি করেছে দুবাইয়ের ব্রডওয়ে বেকারি। কেকটি গড়ে উঠেছে মিস্টার পারফেকশনিস্ট-এর ‘দঙ্গল’ ছবির একটি দৃশ্যের আদলে। মহাবীর ফোগটের দুই মেয়ে কুস্তি লড়ছে, আর আমির দাঁড়িয়ে রয়েছেন গম্ভীর মুখে।
এই বিষয়ে অন্যান্য খবর
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গেছে, এই কেক তৈরি করতে প্রায় ১ মাস সময় লেগেছে। ১২০০ কারিগরের অক্লান্ত প্ররিশ্রমের পর এই ৫৪ কেজির কেকটি যথাযথ রূপ পেয়েছে। ভারতীয় মুদ্রায় কেকের দাম প্রায় ২৫ লক্ষ টাকা।
বেকারির তরফ থেকে জানানো হয়েছে, কমপক্ষে ২৪০ জনের মধ্যে অনায়াসেই ভাগ করে দেওয়া যাবে কেকটি। মনে করা হচ্ছে, এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভোজ্য কেক। এ ছাড়া কেক তৈরিতে ৭৫ গ্রাম ভোজ্য সোনা ব্যবহার করা হয়েছে ।
বিডি প্রতিদিন / ১২ আগস্ট, ২০১৭ / তাফসীর