অক্ষয় কুমার অভিনীত 'টয়লেট এক প্রেম কথা' সিনেমাটি মুক্তি পেয়েছে ১১ আগস্ট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারত অভিযানের বিষয়টি মাথায় রেখে নির্মিত হয়েছে সিনেমাটি।
অক্ষয়ের এ সিনেমার জন্য শুভকামনা জানিয়েছেন হলিউড অভিনেত্রী সালমা হায়েক। টুইটারে এক টুইটে এ অভিনেত্রী লেখেন, অক্ষয় কুমারের জন্য শুভ কামনা। খোলা স্থানে মলত্যাগের এখন সমাপ্তি। কোনো নারীকেই টয়লেটে যেতে ভয় পাওয়া উচিত নয়।
অক্ষয় কুমারও ফিরতি একটি টুইটে সালমা হায়েককে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘আপনার শুভ কামনার জন্য ধন্যবাদ। মুক্ত স্থানে মলত্যাগের বিষয়টি বন্ধ করতে এটা আমাদের ক্ষুদ্র প্রয়াস।’
উল্লেখ্য, 'টয়লেট এক প্রেম কথা' ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার ও ভূমি পেডনেকার। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন-অনুপম খের, দিব্যেন্দু শর্মা, সানা খান প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন শ্রী নারায়ণ সিং।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন