রিয়েলিটি শো 'নো ফিল্টার নেহা'র প্রচার চন্ডিগড় গিয়েছিলেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। প্রচারকাজ শেষে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে পেছন থেকে একটি গাড়ি তার গাড়িকে ধাক্কা দেয়। এতে গাড়ির পেছনের অংশ ভেঙেচুরে যায়।
দুর্ঘটনায় কাঁধে আঘাত পেয়েছেন নেহা। তবে সেটা খুব একটা গুরুতর নয়। দুর্ঘটনায় রাস্তায় জট বেঁধে যায়। সবাই দেখেন গাড়ির ভেতরে যিনি বসা তিনি কোনো সাধারণ ব্যক্তি নন। বলিউডের আলোচিত তারকা নেহা ধুপিয়া।
আর যায় কোথায়। এ সুযোগ তো হাতছাড়া করা যায় না। আর তারকাদেরও সবসময় কাছে পাওয়া যায় না। তাই সাহায্য করার বদলে সবাই ব্যস্ত হয়ে পড়েন সেলফি তুলতে!
বিডি প্রতিদিন/১৩ আগস্ট, ২০১৭/ফারজানা