সামাজিক নানা সমস্যার গতিপ্রকৃতি এবং তা থেকে বেরিয়ে আসার উপায় খোঁজা হয় নিউজ টোয়েন্টিফোরের অনুসন্ধানমূলক টিম আন্ডারকভারের পর্বগুলোতে। খাবার ও পানীয়'র মধ্যে ভেজাল স্বরূপ অনুসন্ধানে আন্ডারকভারের নতুন পর্বটি নির্মাণ করা হয়েছে। দু'টি সুপারশপ থেকে কেনা বিভিন্ন পণ্য পর্যবেক্ষণের পর বিশ্লেষকদের মন্তব্য জানতে চাওয়া হয়েছে। ২৩ তম এপিসোডের নাম দেয়া হয়েছে 'সর্ষের মধ্যে ভূত'।
বিডি প্রতিদিন/১৪ আগস্ট, ২০১৭/ফারজানা