হিপ হপ নাচের একটি মুদ্রা সৌদি আরবে জনপ্রিয় হয়ে উঠেছে। মুসলিম প্রধান দেশটির স্থানীয় সেলিব্রেটি, ফুটবল তারকা, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কল্যাণে এটির জনপ্রিয়তা বাড়ছেই। আর এটিকে ঘিরেই বিতর্ক এখন তুঙ্গে। সৌদির সংশ্লিষ্ট কতৃপক্ষ এ নাচ নিষিদ্ধ করেছে। তাদের মতে, এ নাচের মুদ্রা মাদকাসক্তি (মারিজুয়ানায়) বাড়িয়ে দেবে। এ মুদ্রা যারা জনসমক্ষে দেখাবে তাদের গ্রেফতার ও জরিমানার হুমকিও দেয়া হয়েছে।
নাচের সেই মুদ্রায় মজেছেন ফুটবলার
নাচটি বন্ধ করতে জাতীয় পরিসরে কর্মসূচিও শুরু করা হয়েছে। সেলিব্রেটি, বিনোদনমূলক অনুষ্ঠানে ও দোকানপাটে এ সংবলিত কোনো সাইন দেখাতে নিষেধ করা হচ্ছে। কয়েকমাস ধরেই এমন কর্মসূচি চলছে। নাচটির মুদ্রার নাম 'দ্য ডাব'। এতে হাতকে বাঁকা করে সামনে এনে মাথা নিচু করা হয়। অন্য হাতটি তারই সমান্তরালে সোজা করে উঁচুতে মেলে ধরা হয়। সৌদি তরুণদের মাঝে গত বছর থেকেই দ্রুত এমন নাচের জনপ্রিয়তা বেড়ে যায়। সূত্র : সৌদি গেজেট
বিডি প্রতিদিন/১৪ আগস্ট, ২০১৭/ফারজানা