বয়স মাত্র ১৭ বছর। আর এ বয়সেই দিশা পাটানিকে টক্কর দিচ্ছেন। তাও বার বিকিনি লুকে। বলছিলাম বলিউড বাদশা শাহরুখ খানের কন্যা সুহানার কথা।
ঘটনা খুলেই বলা যাক তাহলে। সম্প্রতি নীল রঙের বিকিনি বসনে প্রকাশ্যে এসেছেন শাহরুখ কন্যা সুহানা। সুহানার ফ্যান পেজের তরফে প্রকাশও করা হয়ে সেই ছবি। আর তারপর থেকেই শুরু হয় জল্পনা।
সুহানার ভক্তদের মতে, নীল বিকিনিতে যে ছবি শেয়ার করেছেন সুহানা খান। আর সেই ছবি রীতিমত টেক্কা দিচ্ছে টাইগার শ্রফের বান্ধবীকে। যিনি সম্প্রতি 'বাগী টু'-এর জন্য বিকিনি লুকে অবতীর্ণ হয়েছেন। এরপর থেকেই দিশার সঙ্গে সুহানার পার্থক্য শুরু করেছেন নেটিজেনদের একাংশ।
যদিও সম্প্রতি শাহরুখ খান জানিয়েছেন, সুহানা এখনও ছোট। এই মুহূর্তে সে বলিউডে ডেবিউ করবেন না। কিন্তু, নাছোড় ভক্তরা সুহানার সঙ্গে ইতিমধ্যেই দিশার তুলনা করতে শুরু করেছেন।
বিডি-প্রতিদিন/ ০৪ অক্টোবর, ২০১৭/ তাফসীর