সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে বহু ছবি শেয়ার করেছেন তিনি। কিন্তু বাবার সঙ্গে ছবি এই প্রথম। এই প্রথমবার ধর্মেন্দ্রর সঙ্গে তোলা একটি বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করলেন বলিউদ অভিনেত্রী এষা দেওল।
হেমা মালিনীর সঙ্গে এষার বহু ছবি দেখেছেন তার অনুরাগীরা। কিন্তু ধর্মেন্দ্রর সঙ্গে খুব একটা বেশি ছবি প্রকাশ্যে আসেনি। অন্তঃসত্ত্বা অবস্থায় বাবার সঙ্গে ছবি শেয়ার করে এষা লিখেছেন, ‘একই ভালবাসা, একই হৃদয়।’
অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই তার বিভিন্ন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এষা। এষা জানান, ‘‘প্রেগন্যান্ট হওয়ার পর থেকে আমার খুব মুড সু্ইং করে। আমার স্বামী খুব যত্ন নিয়ে আমাকে সামলাচ্ছে। ও খুবই প্রোটেকটিভ। সে আমার সবচেয়ে বড় সমালোচকও বটে। সব কিছুতেই ও আমাকে খুব উৎসাহ দেয়। সত্যিই জীবন খুব সুন্দর।’’
বিডি-প্রতিদিন/ ০৪ অক্টোবর, ২০১৭/ তাফসীর