রাখি সাওয়ান্ত আর বিতর্ক যেন সমার্থক একটি শব্দ। তিনি মুখ খুললেই জন্ম নেয় কোনও নতুন বিতর্ক। আর এবারও তার ব্যতিক্রম হল না। বলিউডের আইটেম গার্ল আগেই জানিয়েছিলেন, যে হানিপ্রীত ইনসানকে হন্যে হয়ে খুঁজছে ভারতের হরিয়ানা পুলিশ, তিনি কোথায় আছেন তা জানেন রাখি। আর এবার তার দাবি, হানিপ্রীত নাকি ফোন করেছিলেন এই অভিনেত্রীকে।
রাম রহিমের বায়োপিক তৈরি করছেন রাখির ভাই রাকেশ সাওয়ান্ত। সেই ছবিতে হানিপ্রীতের চরিত্রে দেখা যাবে রাখি সাওয়ান্তকে। মঙ্গলবার থেকেই ছবির শুটিং শুরু হয়ে গেছে। সেই প্রসঙ্গেই রাখি বলেন, তিনি হানিপ্রীতকে সাত আট বছর ধরে চেনেন, তার সম্পর্কে সব কথাই নাকি তার জানা। হানিপ্রীতকে অভিনয়, নাচও শিখিয়েছেন তিনি। এমনকী তিনি আরও জানান, হানিপ্রীত রয়েছে লন্ডনে।
রাখি জানান, হানিপ্রীত তার উপর ক্ষুব্ধ। কারণ তিনি আশা করেননি এমন ঘনিষ্ঠ বান্ধবীই তার জীবনকাহিনি নিয়ে ছবি করবেন। সেই সঙ্গে হানিপ্রীতের চরিত্রে অভিনয়ও করবেন। ছবিতে রকস্টার রাম রহিম থেকে ডেরার ধর্ষক গুরু ও তার জেলে যাওয়ার সব গল্পই ফুটিয়ে তোলা হবে।
বিডি-প্রতিদিন/ ০৪ অক্টোবর, ২০১৭/ তাফসীর