বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী নায়ক ফারুক। অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি চলচ্চিত্র প্রযোজনাও করেছেন তিনি। তবে চলচ্চিত্র পরিচালনায় কখনোই তাকে পাওয়া যায়নি। অভিনয়ে নিয়মিত না থাকলেও কখনো চলচ্চিত্রকে ছেড়ে যাননি তিনি। বর্তমানে এফডিসি কেন্দ্রিক সংগঠন ‘চলচ্চিত্র পরিবার’র আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে এবার সরাসরি চলচ্চিত্র নির্মাণেও পা রাখতে যাচ্ছেন এ অভিনেতা। ফারুকের নির্মাণ ভাবনায় রয়েছে ৩টি গল্প।
সবকিছু ঠিকঠাক থাকলে আসছে বছর থেকেই চলচ্চিত্র গুলোর শুটিং শুরু হতে পারে। কবে নাগাদ চলচ্চিত্র নির্মাণে হাত দিবেন এমন প্রশ্নের উত্তরে ফারুক জানান, বললেই তো হুট করে আর নির্মাণে নেমে যাওয়া যায় না। তবে আমি হয়তো সামনের বছরেই সিনেমা নির্মাণ শুরু করবো। আসলে কোনো পলিটিক্সে জড়াতে চাই না। আগে এফডিসিতে ভালো মেশিন আসুক, আমিতো আর শর্ট-ফিল্ম বানাবো না ফলে একটু সময় লাগবে। টেবিলওয়ার্ক আছে, গল্প ঠিক হবে, আর্টিস্টের শিডিউলের ব্যাপার আছে। সবকিছু ঠিক করেই নির্মাণে নামবো।
ফারুক আরও জানান, তিনটা সিনেমা নির্মাণ করবো। সবগুলোই আমার চিত্রনাট্য। তবে সিনেমার সংলাপের দায়িত্বে থাকবে আমজাদ হোসেন। আসলে আমরা সবাই মিলে কাজটি করতে চাই। গোছালো-ভাবেই করতে চাই। আর আমার ছবিতে গান করবে গাজী মাজহার। সিউর না, কিন্তু তাকে আমি রিকুয়েস্ট করবো। ছবি বানাতে হলে মিউজিক লাগবে। বানানো মিউজিক দিয়ে আমি সিনেমা করবো না। আলাউদ্দিন আলী, শেখ সাদী, আলম খানের মতো মানুষ আছেন, মিউজিক নিয়ে তাদের সঙ্গে আমি কথা বলবো। এইসব ট্যালেন্ট মানুষদের নিয়ে আমি কাজ করতে চাই।
বিডি প্রতিদিন/ ০৪ সেপ্টেম্বর, ২০১৭/ ইমরান জাহান