অস্কারজয়ী পরিচালক রোমান পোলাস্কি। তিনি একাধারে অভিনেতা ও প্রযোজকও। আগেও তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ছিল। এবার তার বিরুদ্ধে রেনাতে ল্যাঙ্গার নামের এক জার্মান মডেল-অভিনেত্রী ধর্ষণের অভিযোগ উঠেছে। ১৯৭২ সালে সুইজারল্যান্ডে যখন তাকে ধর্ষণ করা হয় তখন ল্যাঙ্গারের বয়স ছিল মাত্র ১৫ বছর।
ডেইলি মেইলের খবর, বর্তমানে ৮৪ বছর বয়সী রোমান পোলাস্কির বিরুদ্ধে এই ধরণের ৪টি অভিযোগ রয়েছে। তবে তার আইনজীবী কেবল নিউইয়র্কে ১৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ছাড়া সব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
৬১ বছর বয়সী রেনাতে ল্যাঙ্গার।
এদিকে, জার্মান অভিনেত্রীর অভিযোগ আমলে নিয়ে তদন্তে নেমেছে সুইস পুলিশ। অভিযোগে রেনাতে ল্যাঙ্গার জানিয়েছেন, ভবিষ্যতে চলচ্চিত্রের কাজের ব্যাপারে আলোচনা করতে একদিন পরিচালক পোলাস্কি তখনকার মডেল ল্যাঙ্গারকে তার মিউনিখের বাসায় ডাকেন। আর সেখানেই ১৫ বছরের মডেলকে ধর্ষণ করেন পোলাস্কি। এরপর পোলাস্কির 'চে' ছবিতে একটি ছোট ভূমিকায় কাজের সুুযোগ পান ল্যাঙ্গার। আর এই ছবি করার সময় তাকে আবারও ধর্ষিত হতে হয়।
বিডি-প্রতিদিন/০৪ অক্টোবর, ২০১৭/মাহবুব