আমেরিকা যুক্তরাষ্টের লাস ভেগাসে আয়োজিত কনসার্টে রবিবার ৫৯ জন খুন হওয়ার ঘটনায় নিজের কনসার্ট বাতিল করেছেন জেনিফার লোপেজ। চলতি সপ্তাহেই ওই শো আয়োজনের কথা ছিল।
শোর পরবর্তী তারিখ পূনঃরায় জানানো হবে। জেনিফারের প্রতিনিধি বলেন, এই রকম বিয়োগান্তক ঘটনা ঘটায় তিনি খুব কষ্ট পেয়েছেন।
গত রবিবার স্টিফেন প্যাডক (৬৪) নামের এক আমেরিকান নাগরিক তার হোটেলকক্ষ থেকে কনসার্ট লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে প্রায় ৫০০ মানুষ আহত হয়। সেদিন কনসার্টে গাইছিলেন শিল্পী জেসন আলদিয়ান। তিনিও তার পরবর্তী কনসার্ট বাতিল করে দিয়েছেন। সূত্র : রয়টার্স
বিডি প্রতিদিন/৪ অক্টোবর, ২০১৭/ফারজানা