বিয়ের তথ্য গোপন করে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খেতাব হারাতে হয় জান্নাতুল নাঈম এভ্রিলকে। তবে তাকে একেবারে খালি হাতে ফিরতে দেয়নি এই প্রতিযোগিতার টাইটেল স্পন্সর লাভেলো। কারণ লাভেলো কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন এভ্রিল।
বুধবার সন্ধ্যায় লাভেলোর চেয়ারম্যান ইকরামুল হক রাজধানীর একটি হোটেলে কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এভ্রিলের নাম ঘোষণা করেন।
এ সময় তিনি বলেন,“ভুল বোঝাবুঝির কারণে জান্নাতুল নাঈম এভ্রিলকে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খেতাব হারাতে হয়েছে। তবে অবশ্যই সে তার মেধার বলে এখানে আসতে পেরেছে, এজন্য আমরা তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করলাম।”
এদিকে এভ্রিলের জায়গায় প্রতিযোগিতার প্রথম রানারআপ জেসিয়া ইসলাম 'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নির্বাচিত হয়েছেন। বুধবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।
বিডি-প্রতিদিন/ ০৫ অক্টোবর, ২০১৭/ তাফসীর