'ধুম' সিরিজে অভিনয়ের জন্যই বেশি পরিচিত বলিউডের খ্যাতনামা নির্মাতা যশ চোপড়ার ছোট ছেলে উদয় চোপড়া। ২০১৩ সালে 'ধুম থ্রি'র পর আর কোনো ছবি মুক্তি পায়নি তার।
মাঝে মাঝে নারগিস ফাখরির সঙ্গে প্রেম-বিচ্ছেদ নিয়ে আলোচনায় এসেছিলেন। আবারও তিনি আলোচনায়। নতুন কোনো ছবি বা প্রেমকাহিনী নয়, কারণটা অন্য। অনেক মুটিয়ে গেছেন উদয় চোপড়া। চিনতেই কষ্ট হয়ে যাবে- এমন অবস্থা।
বড় ভাই আদিত্য চোপড়ার পরিচালনায় ২০০০ 'মোহাব্বতে' ছবির মাধ্যমে উদয়ের বলিউড অভিষেক। 'ধুম' সিরিজের তিনটি ছবিতেই তিনি ছিলেন। এখন চলচ্চিত্র প্রযোজনা নিয়েই বেশি ব্যস্ত তিনি। সূত্র : এনডিটিভি
বিডি প্রতিদিন/৫ অক্টোবর, ২০১৭/ফারজানা