মিয়ানমারে রোহিঙ্গাদের সঙ্গে যা হচ্ছে তা হৃদয়বিদারক বলে মন্তব্য করেছেন বলিউড অভিনেতা আমির খান। নতুন ছবি 'সিক্রেট সুপারস্টার' এর প্রচারে এখন তুরস্কে অবস্থান করছেন আমির। সেখানেই রোহিঙ্গা ইস্যুতে প্রশ্ন করা হলে আমির এ মন্তব্য করেন।
আমির খান বলেন, বিশ্বের যে কোনো জায়গায় যখন মানুষ এমন সমস্যায় আক্রান্ত হয়, যখন তারা এ ধরনের মর্মান্তিক পরিণতির মধ্যে পড়ে যায় তা হৃদয়বিদারক। বিশ্বের সব জায়গায় ভিন্ন ভিন্ন সময়ে এসব ঘটছে। মানুষ হিসেবে আমি তাদের জন্য প্রার্থণা করি যাতে তারা এ বিপদ থেকে মুক্ত হওয়ার সামর্থ্য অর্জন করতে পারে।
গত ২৫ আগস্ট থেকে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনের ৫ লাখ ৭ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। মিয়ানমার সেনাবাহিনীর অভিযানে প্রাণ হারিয়েছে প্রায় ৩ হাজার রোহিঙ্গা। সূত্র : আন্দালু অ্যাজেন্সি
বিডি প্রতিদিন/৫ অক্টোবর, ২০১৭/ফারজানা