ফের খবরের শিরোনামে হৃতিক-কঙ্গনা বিতর্ক। এবারও সেই বিতর্কের মধ্যমণি দীপিকা। সম্প্রতি একটি ই-মেইল সামনে এসেছে। সেখানে কঙ্গনা দীপিকার ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন।
কঙ্গনার সেই ই-মেইল বার্তা অনুযায়ী, দীপিকার ব্যবহার কূটনৈতিক। কঙ্গনার সঙ্গে তিনি বিভ্রান্তিকর ব্যবহার করছেন৷ হৃতিককে তিনি প্রশ্ন করেছেন, দীপিকার সঙ্গে তার কেমন ব্যবহার করা উচিত?
এতদিন গল্প হৃতিক ও কঙ্গনার মধ্যে ছিল। এবার তারমধ্যে দীপিকার উল্লেখ গল্পে অন্য মাত্রা এনেছে। সম্প্রতি যে ই-মেইলটি প্রকাশ্যে এসেছে, তাতে লেখা আছে কিছু বিস্ফোরক তথ্য। ই-মেইলটি হৃতিতকে করেছেন কঙ্গনা। সেখানে লিখেছেন, সম্পর্কে একে অপরকে বোঝা দরকার। এই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু দীপিকা তাকে ফোন করছেন না। গত ৪ দিন ধরে সেটাই হচ্ছে। এমন চললে তিনি ডিপ্রেশনে চলে যাবেন।
সেই ই-মেইলেও আরও বলা হয়েছে, দীপিকা অর্থহীন কথা বলছেন। তার ব্যবহার খারাপ লেগেছে কঙ্গনার। এখন তিনি দীপিকার সঙ্গে কী ব্যবহার করবেন, হৃতিকের কাছে সেটাই জানতে চেয়েছেন তিনি।
এমনিতেই কঙ্গনা ও হৃতিকের মধ্যে সমস্যা এখনও মেটেনি। এর মধ্যে দীপিকার প্রবেশ পানি আরও ঘোলা করে দিয়েছে। তবে এই ই-মেইল নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি কেউই। দীপিকা, কঙ্গনা ও হৃতিক, তিনজনই চুপ রয়েছেন।
বিডি-প্রতিদিন/ ০৬ অক্টোবর, ২০১৭/ তাফসীর