বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জাতীয় চিত্রশালা মিলনায়তন শুরু হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় আসর। শুক্রবার সন্ধ্যায় এ উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ১৬ দিনব্যাপী এ উৎসবে অংশ নিচ্ছে ৪৪টি চলচ্চিত্র। ঢাকাসহ সারাদেশের ৬৪টি শিল্পকলা একাডেমীতে এই চলচ্চিত্র উৎসব চলবে। এবারের স্লোগান 'সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প সংস্কৃতি'।
উদ্বোধনী সন্ধ্যায় প্রদর্শিত হবে রিয়াজুল রিজু পরিচালিত চলচ্চিত্র ‘বাপজানের বায়স্কোপ’। ২১ অক্টোবর বিকেল সাড়ে ৬টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে উৎসবের সমাপনী অনুষ্ঠানে উৎসবে অংশগ্রহণকারী সব চলচ্চিত্র নির্মাতাদের সনদপত্র প্রদান করা হবে।
উৎসবে সিলেকশন কমিটির সদস্যরা হলেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা সাইদুল আনাম টুটুল, চলচ্চিত্র নির্মাতা ও গবেষক ড. সাজেদুল আউয়াল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. ফাহমিদুল হক এবং সহযোগী অধ্যাপক ড. সাবরিনা সুলতানা চৌধুরী, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির (বাচসাস) সভাপতি মুশফিকুর রহমান গুলজার, বাচসাস’র প্রতিনিধি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সহকারী পরিচালক চাকলাদার মোস্তফা আল মাস্উদ।
বিডি প্রতিদিন/৬ অক্টোবর, ২০১৭/ফারজানা