শাহরুখ খান ও সালমান খান। একজন বলিউড বাদশা, অন্যজন বলিউড সুপারস্টার। বিশ্বব্যাপী দু'জনেরই অগণিত ভক্ত ও সমর্থক রয়েছে। যদিও সালমানের থেকে শাখরুখের মূল্য যে বলিউডে ঢের বেশি সেটাও পদবিতে স্পষ্ট। যাই হোক, শাহরুখকে তো আর সালমান বলা যায় না। আর সেটা হলেও তো সম্মান ক্ষুন্ন হওয়ার কথা বলিউড বাদশার। কিন্তু সেটাই ঘটেছে। তাও আবার একটি টিভি অনুষ্ঠানে।
‘টেড টক’ নামের একটি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। সম্প্রতি অনুষ্ঠান চলাকালে এক সাংবাদিক আচমকাই শাহরুখকে সালমান বলে ডেকে ওঠেন।
যদিও বিষয়টাকে মোটেও পাত্তা দেননি শাহরুখ। রিপোর্টে প্রকাশ টেড টক-এর ওই অনুষ্ঠানে শাহরুখ খানকে সালমান বলে সম্বোধনের পর বলিউড বাদশা নিজে ওই সাংবাদিকের নাম জিজ্ঞাসা করেন। আর তারপরই ‘ঠিক আছে, এ রকম হয়ই’ বলেও মন্তব্য করেন তিনি।
বিডি-প্রতিদিন/০৭ অক্টোবর, ২০১৭/মাহবুব