'শিরোনামহীন' ব্যান্ডদল থেকে সরে দাঁড়ালেন লিড ভোকালিস্ট তানযীর তুহীন। শুক্রবার ফেসবুক স্ট্যাটাসে তিনি দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। ফেসবুকে তানযীর তুহীন লিখেছেন, 'আমি তানযীর তুহীন, ব্যক্তিগত কারণে শিরোনামহীন ছাড়ছি....কিন্তু গান নয়।'
শিরোনামহীন সূত্রে জানা গেছে, দলের সব সদস্যদের নিয়ে মিটিংয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বেশ কিছুদিন আগে তুহীন হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। আপাতত সুস্থ হয়ে বাসায় ফিরলেও ডাক্তাররা তাকে মঞ্চে পারফর্ম না করার পরামর্শ দিয়েছেন। শারীরিক ঝুঁকি এড়াতেই তার এ সিদ্ধান্ত। এরই মধ্যে তানযীর তুহীনের পরিবর্তে একাধিক ভোকালিস্টের সঙ্গে কথাবার্তা বলছে 'শিরোনামহীন'।
বিডি প্রতিদিন/৭ অক্টোবর, ২০১৭/ফারজানা