অভিষেকে ব্যর্থ হলেও সোয়ার ভাস্কর এখন বলিউডে চুটিয়ে কাজ করছেন। সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে দুই বার পেয়েছেন ফিল্মফেয়ার নমিনেশন।
এ বছর মুক্তি পাওয়া 'আনারকলি অফ আরা' সিনেমাটি বেশ প্রশংসিত হয়েছে। সোয়ারা এখন ব্যস্ত 'ভিরে দী কি ওয়েডিং' ছবির কাজ নিয়ে। এতে আরও অভিনয় করছেন তার বান্ধবী সোনম কাপুর।
সোয়ারা অভিনীত অন্যান্য ছবিগুলো হলো' রঞ্জনা', 'প্রেম রত ধন পায়ো', 'তানু ওয়েডস মানু', 'তানু ওয়েডস মানু রিটার্নস'। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে পড়েছেন সোয়ারা।
বিডি প্রতিদিন/৭ অক্টোবর, ২০১৭/ফারজানা