হালের অন্যতম আলোচিত জুটি নাম শাকিব-বুবলী। নানা তর্ক-বিতর্ক এড়িয়ে দর্শকরা তাদের রসায়নকে গ্রহণ করেছেন সানন্দে। আর তারই ধারাবাহিকতায় শুক্রবার এফডিসিতে মহরতের মাধ্যমে শুরু হয়েছে শাকিব-বুবলী অভিনীত ও উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া’ ছবির শুটিং। এটি এই জুটির পঞ্চম ছবি।
নতুন এই ছবি প্রসঙ্গে নায়িকা বুবলী বলেন, 'নাম শুনেই তো বুঝতে পারছেন, আঞ্চলিক ভাষার ছবি। পরিচালকের কাছ থেকে গল্পটা শুনে মনে হয়েছে বেশ মজার। রোমান্টিক কমেডি বলা যেতে পারে।'
এদিকে ছবির পরিচালক উত্তম আকাশ বলেন, 'শাকিব ও বুবলী এই সময়ের আলোচিত জুটি, দর্শক তাদের ছবি পছন্দ করেছে। এই ছবিটি কিছুটা কমেডিনির্ভর। আমি এর আগেও শাকিব খানকে নিয়ে কমেডি ছবি বানিয়েছি, 'রাজা ৪২০' ছবিটি। সেই ছবিটি দর্শক পছন্দ করেছিলেন, আশা করি এই ছবিও পছন্দ করবে।'
'চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়্যা' ছবিটি নির্মিত হচ্ছে শাপলা মিডিয়ার ব্যানারে। এ ব্যাপারে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সেলিম খান বাংলাদেশ প্রতিদিনকে জানান, বিভিন্ন লোকেশনে শ্যুটিং হবে ছবিটির। চলবে টানা পাঁচ দিন। এরপর শাকিব খান যাবেন কলকাতা। সেখান থেকে তিনি ফিরবেন ২০ অক্টোবরের পর। সবকিছু ঠিক থাকলে সেসময় পুনরায় এ ছবিটির টানা শ্যুটিং করব।
সেলিম খান আরও বলেন, পরিকল্পনা আছে কক্সবাজার চিটাগাং এবং নোয়াখালীর কয়েকটি লোকেশনে শ্যুটিং করার।
বিডি-প্রতিদিন/ ০৭ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ