শুরু হয়েছে শাহরিয়াজ ও শিরিন শিলা জুটির 'সরি' সিনেমার শ্যুটিং। এর আগে 'মন নিয়ে লুকোচুরি' নামের একটি ছবিটি কাজ করেছেন তারা। 'সরি' ছবিটি পরিচালনা করছেন মনতাজুর রহমান আকবর। প্রিয়াংকা শ্যুটিং হাউজে শনিবার থেকে শ্যুটিং শুরু হয়েছে।
পরিচালক মনতাজুর রহমান আকবর বলেন, ভিন্ন গেট আপে দর্শক এবার শাহরিয়াজ ও শিরিন শিলাকে পর্দায় দেখতে পাবেন। গান দিয়ে ছবির শ্যুটিং শুরু করছি। দর্শকের পছন্দ মাথায় রেখেই কাজ শুরু করছি। আশা করি, ভালোভাবে ছবিটির কাজ শেষ করতে পারব।
বিডি প্রতিদিন/৭ অক্টোবর, ২০১৭/ফারজানা