আনুশকা শর্মার নতুন ছবি ‘পরী’র ছোটো ছোটো টিজার এরই মধ্যে রীতিমতো আতঙ্ক তৈরি করেছে দর্শকমনে। মঙ্গলবার ইউটিউবে ছবিটির আরও একটি টিজার মুক্তি পেয়েছে। ‘ফিলাউরি’ ছবিতে যতটা আদুরে লেগেছিল ‘ভূত’ আনুশকাকে, ‘পরী’তে ঠিক ততটাই ভয়াবহ।
রক্তমাখা মুখ, বিশাল নখ, গলা টিপে ধরছেন সহ-অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের- এমন নানা দৃশ্যে এ বারের টিজার যেন আরও ভয়ঙ্কর। আনুশকা নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সেই টিজার।
বলিউডের এই তারকা অভিনেত্রী ছবিটির প্রথম ঝলক মুক্তির সময়ই জানিয়ে দিয়েছিলেন, ‘পরী’ কোনো রূপকথার গল্প নয়। সোশ্যাল মিডিয়ায় ছবির প্রথম পোস্টার ও টিজার শেয়ার করে ইঙ্গিত দিয়েছিলেন এবারের দোলটা একটু অন্য রকম হতে চলেছে। লাল-নীল সুবাসিত ফুলের আবির-রঙা নয়, বরং রক্ত-আতঙ্ক এবং গা ছমছমে পরিবেশ দর্শকদের ভয় দেখাবে বলে জানিয়েছিলেন নায়িকা। নতুন টিজারে সে কথাটাই যেন আরও স্পষ্ট করে বোঝালেন।
এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল ৯ ফেব্রুযারি। যদিও তা পিছনো হয়েছে। টিজারে জানানো হয়েছে, ছবি মুক্তির দিন ২ মার্চ।
শুধু অভিনেত্রী নন, প্রযোজক হিসেবেও ইন্ডাস্ট্রিতে দক্ষতার প্রমাণ দিয়েছেন অনুশকা শর্মা। ‘এন এইচ টেন’, ‘ফিলাউরি’র পর প্রযোজক হিসেবে তার তৃতীয় ছবি ‘পরী’। ছবিটিতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী। ছবিটির পরিচালক প্রসিত রায়।
বিডি প্রতিদিন/০৮ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ