প্রথম বারের মত ইপি অ্যালবাম নিয়ে আসছেন শিল্পী নিপা মণ্ডল। খুব শিগগির ছুঁয়ে দিলে মন শিরোনামের অ্যালবামটি প্রকাশ করবেন জানান তিনি। অ্যালবামে গান লিখেছেন ইমদাদ সুমন। সুর ও সংগীত পরিচালনা করেছেন রাহুল মুৎসুদ্দি।
নিপা বলেন, অ্যালবামটি প্রকাশের পর তিনটি গানের মিউজিক ভিডিও করবো।
তিনটি গানের কথা ও সুরে শ্রোতারা নতুনত্ব পাবে আশা করছি। এদিকে নিপা বর্তমানে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন