সোনু নিগমের পর এবার জাভেদ আখতার। মসজিদে মাইকের ব্যবহার বন্ধ করার আবেদন জানালেন বলিউডের এই বিখ্যাত গীতিকার এবং কবিও। তবে শুধু মসজিদ নয়, যেকোনও ধর্মীয় স্থানেই মাইকের ব্যবহারের বিরুদ্ধে তিনি।
গতকাল বুধবার নিজের টুইটার হ্যান্ডেলে টুইট করে এই আবেদন জানান জাভেদ আখতার। সেখানে তিনি লেখেন, ‘মসজিদে মাইক ব্যবহার নিয়ে সোনু নিগম যা বলেছিল আমি তার সঙ্গে একমত। শুধু সোনু নয়, আরও যারা এই বিষয় নিয়ে মুখ খুলেছিল তাদের সবাইকে আমি সমর্থন করি। মসজিদ হোক কিংবা অন্য কোনও ধর্মীয় স্থান, কোথাও মাইক ব্যবহার করা উচিত নয়।’
গত বছর মসজিদে মাইক ব্যবহার নিয়ে মুখ খুলেছিলেন গায়ক সোনু। এরপর থেকে বিভিন্ন মহলে সমালোচনার সম্মুখীন হতে হয় তাকে। সেই ঘটণাড় জের গড়ায় অনেক দূর। কিন্তু ঘটনার এতদিন পরে এখনও খুনের হুমকি পাচ্ছেন এই গায়ক। আর তাই মুম্বাই পুলিশ তার নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আর এই পরিস্থিতিতেই জাভেদ আখতারের এই টুইট।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর