তারা কখনওই মেয়েকে ক্যামেরার সামনে আনতে চান না। কখনও চান না, ক্যামেরার ফ্ল্যাশ সব সময় পিছু নিক মিশার। সম্প্রতি সংবাদমাধ্যমের বিরুদ্ধে এভাবেই ফুঁসে উঠেছিলেন শহিদ কাপুরের স্ত্রী মীরা কাপুর। আর এবার মিশাকে নিয়ে বাড়াবাড়ি করা হচ্ছে বলে ফুঁসে উঠলেন শহিদ কাপুর।
সম্প্রতি মিশাকে ‘সেক্স অ্যাপিল’ বলা হয় করা হয় একটি অনলাইন পোর্টালের খবরে। ছোট্ট মেয়ের সম্পর্কে এমন শব্দ কেন ব্যবহার করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন নেটিজেনদের একাংশ। এই ঘটনার পর শীঘ্রই তা চোখে পড়ে যায় শহিদ কাপুরের। এরপর তাকে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে, ক্ষোভে ফেটে পড়েন তিনি।
তার মেয়েকে নিয়ে কেন অহেতুক আলোচনা করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি মিশাকে সব সময় ক্যামেরার ফ্ল্যাশে তুলে এনে, আলোচনা করা হোক, তা কখনওই তারা চান না বলেও স্পষ্ট জানান শহিদ। শুধু তাই নয়, এসব যারা করছেন, তাদের কি কোনও কাজ নেই বলেও প্রশ্ন তোলেন শহিদ।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর