জোর কদমে প্রচার চলছে পরিচালক সুজিত সরকারের আগামী ছবি ‘অক্টোবর’-এর। সেই সুবাদেই এবার ভারতীয় টিভি চ্যানেল সনির রিয়্যালিটি শো ‘সুপার ডানসার ২’-গ্রান্ড ফিনালের মঞ্চে হাজির হয়েছিলেন অভিনেতা বরুণ ধাওয়ান।
সম্প্রতি নিজের টুইটারে সেই শো-এর একটি দৃশ্যের ছবি পোস্ট করেন বরুণ। টুইটে তিনি লেখেন, ‘‘প্রায় ৩৯ ঘণ্টা ধরে কাজ করছি। এক মুহূর্তের জন্যেও ঘুমায়নি। কারণ, আমি আমার ছবিগুলিকে খুবই ভালবাসি।’’
‘অক্টোবর’ ছবির শ্যুটিং শেষ করার সঙ্গে সঙ্গেই নিজের আগামী ছবি ‘সুই ধাগা’-এর শ্যুটিংয়ে ব্যস্ত হয়ে গিয়েছেন বরুণ। ক্ষণিক বিরতিও নেননি। ভোপালে আউট ডোর শ্যুটিং শেষ করে মুম্বাই ফেরা মাত্রই ‘অক্টোবর’ ছবির প্রচারে আবার ব্যস্ত হয়ে পড়েন তিনি।
কিন্তু প্রচার অনুষ্ঠানে দেখা যায়নি নবাগতা অভিনেত্রী বণিতা সান্ধুকে। উপস্থিত ছিলেন না পরিচালক সুজিত সরকারও। আগামী মাসের ১৩ তারিখ মুক্তি পেতে চলেছে এই ছবিটি। প্রতীক্ষার মাত্র কয়েক দিন।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর